উচ্চমাধ্যমিক বাংলা ১ম পত্র


প্রথমেই বলে নেই এইধরনের টেকনিক হয়তো অনেকেই জানো।
এইধরনের পোস্ট তাদের জন্য যারা জানেনা।

বাংলা এমন একটা সাবজেক্ট যার প্রতিটা লাইনে সাধারন জ্ঞান টাইপ প্রশ্ন পাওয়া যায়!
তুমি একটু মাথা খেলালেই বিষয়টা ধরতে পারবে।
আর আমরা বাংলা বিষয়ে সবচেয়ে বেশি আটকাই লেখকের জন্ম-মৃত্যু তারিখ,বইয়ের নাম,কোন ছন্দের কবিতা এসবে।
ছোটবেলা থেকেই আমি আটকে যেতাম এই যায়গাগুলোয়।

আজ লেখকের জন্ম-মৃত্যু সাল নিয়ে টেকনিক বলে দিচ্ছি।
আমি প্রথম কয়েকটা পাঠের বলে দিবো।বাকি কাজ তুমি করবে।

আমাদের কিছু না হোক অন্তত মোবাইল নাম্বার মনে থাকে!
সেটাকেই কাজে লাগাবে তুমি।

একটা ব্যাপার খেয়াল করেছো কিনা জানিনা,বাংলা প্রথম পত্রে লেখকের লেখাগুলা সাজানো হয়েছে সালের সিরিয়াল অনুযায়ী।যে আগে জন্মগ্রহণ করেছেন তার লেখা আগে।মিলিয়ে নিও।

বাংলা প্রথম পত্রের প্রতিটা পাঠ কোনটার পর কোনটা আছে তা মনে রাখবে।না হলে সব গড়বড় করে ফেলবে।

এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রথম ৪ টি পাঠের লেখকের জন্ম-মৃত্যুর টেকনিক বলে দিচ্ছি।বাকি পাঠগুলো তুমি বের করো।

১।কমলাকান্তের জবানবন্দি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(১৮৩৮-১৯৯৪)।
২।হৈমন্তি-রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১)।
৩।সাহিত্যে খেলা-প্রমথ চৌধুরি(১৮৬৮-১৯৪৬)
৪।বিলাসী-শরতচন্দ্র চট্টোপাধ্যায়(১৮৭৬-১৯৩৮)

প্রথম সাল জন্মসাল।দ্বিতীয়টা মৃত্যু সাল।

এখন এই চারটা লেখকের জন্মসালকে মোবাইল নাম্বার বানাও।
যেমন-০১৭৩৮-৬১৬৮৭৬।
০১৭ হচ্ছে জন্মসালের কোড।
তারপর ৩৮ দিয়ে হচ্ছে বঙ্কিমচন্দ্রের জন্মসালের শেষ দুই অঙ্ক।
৬১ দিয়ে রবীন্দ্রনাথ।
৬৮ দিয়ে প্রমথ চৌধুরির আর ৭৬ দিয়ে শরতচন্দ্রের ।
ক্লিয়ার?

এখন আসো মৃত্যুতে।
যেমন-০১৮৯৪-৪১৪৬৩৮।
ব্যাখ্যা-০১৮ হচ্ছে মৃত্যু কোড।একই কোড জন্ম মৃত্যুতে দিওনা।প্যাচ লাগাইয়া দিবা।
৯৪ হচ্ছে বঙ্কিমের মৃত্যুর লাস্ট দুই অঙ্ক।
৪১ হচ্ছে রবীন্দ্রনাথ মৃত্যু।
৪৬ হচ্ছে প্রমথ চৌধুরির মৃত্যু।
৩৮ হচ্ছে শরতচন্দ্রের মৃত্যু।

সুতরাং,
জন্ম-০১৭৩৮-৬১৬৮৭৬
মৃত্যু-০১৮৯৪-৪১৪৬৩৮।

ক্লিয়ার?

একইভাবে পরের পাঠগুলোর নিজে নিজে বানাও।
এভাবে মনে রাখাটা সবচেয়ে সোজা।
মনে থাকবে অনেকদিন।
তবে টাচে থেকো এইগুলার।
নিজের মোবাইল নাম্বার অনেকদিন না পড়লে সেটাই ভুলে যাবার সম্ভাবনা থাকে।

এইভাবে মনে রাখলে ভার্সিটি এডমিশন,যেকোনো পরিক্ষায় পারবে আশা রাখি।

অন্য ক্লাসের শিক্ষার্থীরাও একই টেকনিক কাজে লাগিয়ে সাল মাথায় গেঁথে রাখতে পারো।

আরো টেকনিক নিয়ে আসবো আগামী পোস্টে।সাথে থাকো।

 

Shakib Iftekhar, CU

Leave a comment