কম জিপিএ নিয়ে কি আমার চান্স হবে?

উত্তরঃ বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে জিপিএ এর গুরুত্ব আছে। তাই বলে জিপিএ এ সব না। অনেক কম জিপিএ নিয়েও অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

কিভাবে? তোমার জিপিএ যতই ভাল হোকনা কেন, পরীক্ষার ১ ঘন্টা কাজে লাগাতে না পারলে জিপিএ দিয়ে কিচ্ছু হবে। তোমরা জেনে খুশি হবা যে আমাদের এই পেইজ থেকে অনুপ্রানিত হয়ে ২০১৩-১৪ সেশনে ২৭ জন শিক্ষার্থী কম জিপিএ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এর মধ্যে ঢাবি’তে ৬ জন, চবি’তে ১১ জন, রাবি’তে ২ জন, জাবি’তে ৩ জন, জবি’তে ৫ জন চান্স পেয়েছে।

অনেকে গোল্ডেন ৫ পেয়েও বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। কারণ মনের মধ্যে একটা অহংকার থাকে যে, আমি তো চান্স পাবই। কথাটা ঠিক না, গোল্ডেন পেয়েও অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী পড়ছে। তাই বলবো মনে কোনোরূপ অহংকার না রেখে মন দিয়ে পড়াশোনা করো আর পরীক্ষার ১ টা ঘন্টা কাজে লাগাও। চান্স পেতে তোমার কোনো অসুবিধা হবে না

Leave a comment