কোচিং না করেও সিএসই পরছি

আমার জীবনের একটি ঘটনা শেয়ার করব যা আমার জীবন টা পরিবর্তন করে দিয়েছে …
এখন শোন……
আমার যখন এস এস সি পরীক্ষা রেজাল্ট দিয়েছিল তখন আমি পাই 4.75
খুব আপসেট হইয়া যাই ॥
তখন আমার মা আমাকে উৎসাহ দিয়ে ছিল যে পারব জীবন যুদ্ধে যাই হোক ।

এইচএসসি পরীক্ষা আসল মায়ের দোয়া ও উৎসাহ সাথেই আছে ।
অবশেষে এইচএসসি তে Gpa-5.00 পাই ॥
তখন আমি কোচিং করব সিদ্ধান্ত নিলাম কিন্তু আর্থিক সমস্যার কারণ তা হয়ে উঠেনি ।
মা বলেছেন আমি পারব আমাকে
তুমি কোচিং না করে দেখিয়ে দাও গরিব রাও পারে ॥
তারপর ভর্তি পরীক্ষা আসল
আমি গভীর আত্ম বিশ্বাস নিয়ে পরীক্ষা দিলাম তিনটি university তে পরীক্ষা দিলাম দুইটাতেই টিকলাম । chittagong university তে পরিসংখ্যান পাইলাম আর জবি তে পাইলাম computer science & engineering.
আমার সাফল্যে আমার মায়ের খুশি কে দেখে?????
এখন যদি আমার মা রাস্তা দিয়ে যায় লোকেরা বলে দেখ Engineer রের মা যাচ্ছে ।

তখন খুশি হইয়া মা আমাকে ফোন দিয়ে বলে লোকেরা এসব কী বলে রে বাজান?????
আমি বললাম মা আর কয়েক বছর অপেক্ষা করো
তাও হবে ।
আমার এটি শেয়ার করার উদ্দেশ্য হলো কোচিং না করেও জীবনে
অর্জন করা যায় ॥
আর মায়ের উপর আত্ম বিশ্বাস রাখো দেখবে জীবনে অনেক কিছু পেয়েছি ॥
আমার মায়ের জন্যই এই পর্যন্ত আসা ।

মোঃ মোজাম্মেল হক,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, (CSE)

Leave a comment